জড়াইয়া পিরীতের ফান্দে আমার বাড়ি রইলো নিমন্ত্রণ জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া আসমানে যাইওনারে বন্ধু ধরতে পারবো না যতন করে রাখছি তোরে হৃদয় মাঝে লুকাইয়া বাহিরে পুড়েনা দেহ আপনজনা হয় যার বৈরী জীবন আমার রেল গাড়ির ইঞ্জিন আউরে বন্ধু মাটির পিঞ্জিরায় কার আসমানে উড়ো রে আমার ও আল্লাহ রাইত হইলে ডরাই দয়ালের দয়া যারে হয় / যত ভিন্ন বাসো মোরে ভালবেসে ঘর বান্ধিলাম মন পাখি তুই ধৈর্য ধরি থাক ওগো এলাহি – তোমার মত দরদী আর নাই আমি ঠেকছি তোমার ধরাধামে মন শিকারি বিন্দাইলো তীর কলিজায় মায়ার ফাঁন্দে ঠেকছি আমি কথা দিয়া কথা রাখলা না আর কে আছে তুমি বিনে মন আমার মরা নদী বেহায়া হইলাম রে বন্ধু চাইনা তোমার সুখের নদী জোড়া তালির জীবন আমার যবে মারলা প্রেমের বান নিজের নূরে নূর বানাইয়া পিরিত করা প্রাণে মরা রে ভালবেসে ঘর বান্ধিলাম গুণের নাইয়া কুপির তেল ফুরাইয়া গেলে জ্বলবে না আর বাত্তি গুন্ডা নামের ধুন্ধা তাকওয়াত ও হিম্মত সমস্ত