আধখানা চাঁদ হাসিছে আকাশে,
আধখানা চাঁদ নিচে,
প্রিয়া, তব মুখে ঝলকিছে ।

গগনে জ্বলিছে অগনন তারা,
দুটি তারা ধরণীতে,
প্রিয়া, তব চোখে চমকিছে ॥

তড়িৎ লতার চিড়িয়া আধেক খানি
জড়িত তোমার জরীণ ফিতায় রাণী।
অঝোর ঝরিছে নীল নভে ধারি,
দুইটি বিন্দু তার-ই প্রিয়া, তব আঁখি বরষিছে ॥

মধুর কণ্ঠে বিহগ বিলাপ গাহে
গান ভুলি’ তা’রা তব অঙ্গনে চাহে,
তাহার অধিক সুমধুর সুর তব,
চূড়ি-কঙ্কণে ঝনকিছে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)