মোর প্রিয়া হবে এস রাণী,
দেব খোঁপায় তারার ফুল।
কর্ণে দোলাব তৃতীয়া-তিথির
চৈতী চাঁদের দুল ॥
কণ্ঠে তোমার পরাব বালিকা,
হংস-সারির দুলানো মালিকা।
বিজলী জরীণ্, ফিতায় বাঁধিব
মেঘ রং এলোচুল ॥
জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হ’তে লাল রং ছানি’
আলতা পরাব পায়।
আমার গানের সাত-সুর দিয়া
তোমার বাসর রচিব প্রিয়া।
তোমারে ঘেরিয়া গাহিবে আমার
কবিতার বুলবুল ॥