(তুমি) শুনিতে চেওনা আমার মনের কথা ।
দখিনা বাতাস ইঙ্গিতে বোঝে,
কহে যাহা বন-লতা ॥

চুপ ক’রে চাঁদ সুদূর গগনে
মহাসাগরের ক্রন্দন শোনে
ভ্রমর কাঁদিয়া ভাঙিতে পারেনা
কুসুমের নীরবতা ॥

মনের কথা কি মুখে সব বলা যায় ?
রাতের আঁধারে যত তারা ফোটে
আখি কি দেখিতে পায় ?
পাখায় পাথায় বাঁধা যবে রয়
বিহগ-মিথুন কথা নাহি কয়,
মধুকর যবে ফুলে মধু পায়
রহেনা চঞ্চলতা ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)