আমি যদি না আসিতাম ভবে
পিরিতি হইতো না তবে।
আর না ভাবলে খুলতো না ভবের তালা
ও ফুলমালা-
তোর পিরিতে সইলাম কত জ্বালা।
আমি তোর পিরিতে সইলাম কত জ্বালা
ও ফুলমালা-
তোর পিরিতে সইলাম কত জ্বালা।।
ফুলমালা গো…
আমি তো মাটির পিঞ্জিরায়
আমার ভেতর থাকি
সদায় করিস আসা-যাওয়া
ঘুমের ঘরে ফাঁকি।
সিংহাসনে বসাইয়াছি
আসল ঘর উজালা।
ও ফুলমালা………
তোর পিরিতে সইলাম কত জ্বালা।
ফুলমালা গো….
তোর সঙ্গে সং ধইরা নিশি
ঘটাইলাম প্রভাত
রটাইলাম দুইজনের প্রেমে
মিলন সাক্ষাত।
সইতে নারি প্রেমের আঘাত
মরণ আমার ভালা।
ও ফুলমালা………
তোর পিরিতে সইলাম কত জ্বালা।
ফুলমালা গো…..
কোনদিন জানি ছাইড়া যাইবো
কাইঞ্চা সোনার দেহ
পাগল হাসান নামে ধরাই
রইবে না আর কেহ।
কিসের ভাগ বন্টন কূল হক
কার লগে কার বালা।
ও ফুলমালা………
তোর পিরিতে সইলাম কত জ্বালা।
Song: Fulmala ফুলমালা
Singer: Parvez Khan X Kaniz Khandaker Mitu
Lyrics & Tune : Pagol Hasan
Original Singer: Pagol Hasan