তুমি মজিও মুর্শিদের মায়ায়
আশ্রয় লইও চরণ ছায়ায়
ঐ নামে কুলমান গেলে যাক
আমার মন পাখি
মন পাখি তুই ধৈর্য ধরি থাক ॥

অমাবশ্যা’র পূর্ণিমাতে
চান্দের সেবা দিও
ঘোর সংকটে ধ্যান করিয়া
ভাবের দেশে যাইও
পথ ভূলারে পাইলে কইও
জলের হয়না বাঁক ॥

নামের জপমালা লইয়া
থাইকো চরণ আশে
ফল পাকায় বৃক্ষ পাকাইয়া
পীর মুর্শিদের দেশে
ঐ ফলে পোকা না বইসে
নামে ভক্তি রাখ ॥

রওশন চান্দের প্রেমের হাটে
পাগল হাসান যায়
সুমতি যার ভাগ্যে ঘটে
সেই নূরী রওশনী পায়
কি হইবো মন পারের বেলায়
বিনে মুর্শিদ পাক ॥

Song: Tumi Mojio Murshider Mayay
Lyrics, Tune, Singer: Pagol Hasan

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)