কার আসমানে উড়ো রে আমার
মন পিঞ্জরার পাখি
ফাঁকি দিবা জানলে কি আর
যতন কইরা রাখি।
আমি জানতাম যদি তোমার পিরিত
কচু পাতার পানি
তবে কি আর কূল হারাইয়া
হইতাম অপমানি ॥

বনলতায় পিরিত কইরা
উঠে যাইয়া গাছে
মরার আগে তারা দুইজন
জড়াই ধইরা বাঁচে।
তুমি জানো কি’না জানি
তবে কি আর কূল হারাইয়া
হইতাম অপমানি ॥

নদীর বুকে চাঁন্দের খেলায়
জলের বুকে নীল
পাগল হাসানের বুকেতে
দুঃক্ষ সীমাহীন।
তুমি জানো কি’না জানি
তবে কি আর কূল হারাইয়া
হইতাম অপমানি ॥

Song: Mon Pinjorar Pakhi
Lyrics, Tune, Singer: Pagol Hasan

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)