জড়াইয়া পিরীতের ফান্দে…..
জড়াইয়া পিরীতের ফান্দে আমার
কষ্টে কাটে বারো মাস
কি পিরীত বাড়াইলারে বন্ধু
করলা সর্বনাশ ॥
পাষাণ বন্ধুরে………
নিকট ও আপন জানিয়া দিছলাম তরে মন
তুই বন্ধুয়ায় ভাইঙ্গা দিলি করিয়া যতন ।
কান্দে আমার আশার স্বপন
করলি তুই বিরহের চাষ ॥
পাষাণ বন্ধুরে………
ঘুমের ঘরে আনাগোনা স্বপ্নেও দিস ফাঁকি
একজীবনে এতো দুঃখ কি করে বল রাখি ।
কান্দে আমার পরান পাখি ॥
অকালে বয় শ্রাবণ মাস – ঐ
পাষাণ বন্ধুরে……….
পাতহারে ভাসাইয়া আমায় ভুইলা রইলা ছলে
তাতেও দুঃখ নাইরে বন্ধু পাগল হাসান বলে ।
শেওলা হইয়া ভাসি জলে ॥
ভূ-মন্ডলে জিন্দা লাশ – ঐ
Song: Ki Pirit Baraila
Singer: Pagol Hasan
Lyrics & Tune: Pagol Hasan