কথা দিয়া কথা রাখলা না
ও সোনা বন্ধু রে…
কথা দিয়া কথা রাখলা না
সোনা বন্ধু রে ॥
এই কি ছিলো তোমার কথা
বক্ষ ভইরা দিবা ব্যথা
ব্যথা দিতে একবার ভাবলা না ॥
নিজে ব্যথার গন্ধ মাখলা না
সোনা বন্ধু রে….
কার বা কুমন্ত্রণায় পড়ি
গেলা তুমি আমায় ছাড়ি
ছাইড়া যাইতে ফিইরা চাইলা না ॥
তুমি আমার হইয়া থাকলা না
সোনা বন্ধু রে….
কেঁন্দে কয় পাগল হাসানে
শেল মারলা বুক বাইন্ধা পাষানে
শেল মারিতে একবার ভাবলা না ॥
বন্ধু কইয়া আমায় রাখলা না
সোনা বন্ধু রে….
তুমি কথা দিছলা আমার হইবা
তুমি আমার হইয়া রইবা
এই দুনিয়াই আমার হইলা না ।
সোনা বন্ধু রে….
Song: Kotha diya kotha rakhlana
Lyrics, Tune, Singer: Pagol Hasan
মতিউর রহমান হাসান যিনি সবার কাছে পাগল হাসান নামে পরিচিত, ছিলেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের বাসিন্দা। তিনি একজন প্রতিভাবান সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার ছিলেন। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। তিনি নিজেই গান লিখতেন, সুর করতেন এবং গাইতেন। তাঁর গানে মরমী ও বাউলিয়ানা ধারা স্পষ্টভাবে প্রতিফলিত হত।
তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে “জীবন খাতা”, “আসমানে যাইয়ো না রে বন্ধু”, “আমি এক পাপিষ্ঠ বান্দা”, “রেলগাড়ির ইঞ্জিন” ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও, তিনি লালন ব্যান্ডের জন্য “রুহানি”, “পাগলা ঘোরা” এবং “পাগল চিনে না” গানগুলো লিখেছিলেন।
২০২৪ সালের ১৮ এপ্রিল এক সড়ক দুর্ঘটনায় পাগল হাসান মৃত্যুবরণ করেন। তাঁর অকাল প্রয়াণে সুনামগঞ্জসহ সারা দেশের সংগীতপ্রেমীরা গভীর শোক প্রকাশ করেন।
তাঁর সৃষ্টিশীলতা ও সংগীতের প্রতি অবদান তাঁকে সুনামগঞ্জের মরমী সাধকদের উত্তরসূরী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।