আরো কত দিন বাকি ?
তোমারে পাওয়ার আগে বুঝি হায় !
নিভে যায় মোর আঁখি ॥
কত আঁখি তারা নিভিয়া গিয়াছে
কাঁদিয়া তোমার লাগি’,
সেই আঁখিগুলি তারা হ’য়ে আজো
আকাশে র’য়েছে জাগি’
যেন নীড়হারা পাথী ॥
যত লোকে আমি তোমারি বিরহে,
ফেলেছি অশ্রু জল,
ফুল হ’য়ে সেই অশ্ৰু ছুঁইতে
চাহে তব পদতল ।
সে সাধ মিটিবে না কি ?