যত ভিন্ন বাসো মোরে
থাকো যদি হৃদ মাঝারে
আমি তব ভালো এই সংসারে
আছি জগৎময় ।
ঘোর নিদানে নিজোগুণে
লয় তরাইয়া লয়……
দয়ালের দয়া যারে হয়
ঘোর নিদানে নিজো গুণে
লয় তরাইয়া লয় ॥

নবীর সঙ্গী তিন শতাধিক
ছিলেন উহুদ ময়দানে
ঢাল তলোয়ার সু-সজ্জিত
সহস্রাধিক বে-দ্বীনে ।
নবীর, দাঁত মোবারক শহীদ গুণে
পাইলো মোহাম্মদী জয় ॥
ঘোর নিদানে নিজোগুণে
লয় তরাইয়া লয়…..

দয়াল রূপ হেরিতে নবী
মূসা হইলা দিওয়ানা
কিঞ্চিৎ নূরের তজল্লী ঐ
মাটি সইতে পারল না…..
আমার মূসা নবী টের পাইলো না
পাহাড় গলে সুরমা হয় ॥
ঘোর নিদানে নিজোগুণে
লয় তরাইয়া লয়……

নমরুদের আগুনে বাঁচাও
ইব্রাহীম খলিল-উল্লাহ
মাছের পেটে ইউনূস নবীরেও
বাছাও তরানেওয়ালা ।
আমি বুঝতে নারি অপার লীলা
পাগল হাসানের বিনয় ॥
ঘোর নিদানে নিজো গুণে
লয় তরাইয়া লয়……..

Song: Doyaler Doya Jare Hoy
Lyrics, Tune, Singer: Pagol Hasan

.

Play by YouTube

Singer: Pagol Hasan

.

Play by Youtube

Singer: Kishore Polash

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)