আমি বাঁচলে বাঁচমু মরলে মরমু
ভালো বাইসা তোমারে
রাগের মাথায় কইলে কিছু
রাইখো না অন্তরে ।

তুমি রোগ তুমি ঔষধ
তুমি আমার ডাক্তার
সদায় খুইল্যা রাইখো তোমার
পিরিতের চেম্বার !!
তোমার লাগি মন হাহাকার
জানিনা কখন করে ।

সুখ চিনাইয়া ভাসাইওনা
দুখের ওই সাগরে
মইরা গেলে কাইন্দ্যা লাভ নাই
ফুল দিয়া কবরে !!
বাঁইচা থাকতে প্রেমো ডুরে
বাইন্ধা ঘুরাও আমারে ।

শুনা কথায় দোনা দুঃখ
লইও’নারে কানে
ভালোবাসে পাগল মোস্তাক
তোমায় দিলে জানে !!
যখন তখন তোমার টানে
মইরা যাইতে পারে ।

Song: Rager Mathai Koile kisu
Singer: Raju Mandol
Lyrics & Tune: Pagol Mustak

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)