ভজ মুর্শিদের কদম এই বেলা
চার পিয়ালা হৃদকমলা
ক্রমে হবে উজলা ॥

নবীজীর খানদানেতে
পিয়ালা চারিমতে
জেনে নাও দিন থাকিতে
ওরে আমার মন ভোলা ॥

কোথা রে আবহায়াত নদী
ধারা বয় নিরবধি
সেই ধারা ধরবি যদি
দেখবি অটলের খেলা ॥

এপারে কে আনিল
ওপার কে নেবে বল
লালন কয় তারে ভোল
করে অবহেলা ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)