মন রে যে পথে সাঁইর আসা যাওয়া
তাতে নাই মাটি আর হাওয়া ॥

আলীপুরে করে কাচারী
তার উপরে নিঃশব্দপুরী
জীবের সাধ্য কি রে
তার উল পাওয়া ॥

নিগুম ঠাঁই সতত থাকে
যথা যে যা করে সব সে দেখে
দেখতে না ৱে চর্মচোখে
কেউ দেখে না তার কায়া ॥

মন যায় মনের উপরে
তবে অধর সাঁইকে ধরতে পারে
অধীন লালন কয় বিনয় করে
কে জানে তাহা ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)