কেন মনোবনে মালতী-বল্লরী দোলে
জানিনা, জানিনা।
কেন মুকুলিকা ফুটে ওঠে পল্লব-তলে
জানিনা জানিনা ॥
কেন উম্মিলা-ঝরণার পাশে
সে আপন মঞ্জরী-ছায়া দেখে হাসে ।
কেন পাপিয়া “কুহু কুহু” মুহু বোলে ?
জানিনা জানিনা ॥
চৈতালী চাঁপা কয় “মালতী শোন্”
“শুনেছিস্ বুঝি মধুকর গুঞ্জন ?”
তাই বুঝি এত মধু সুরভি উথলে মধু-মালতী বনে
জানিনা জানিনা ॥