আমার মল্লিকাবনে
যখন প্রথম ধরেছে কলি
তোমার লাগিয়া তখনি,
বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি ৷৷

তখনো কুহেলিজালে,
সখা, তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা
উঠিতেছে ছলোছলি ।।

এখনো বনের গান, বন্ধু,
হয় নি তো অবসান-
তবু এখনি যাবে কি চলি ।
ও মোর, করুণ বল্লিকা,
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো ঝরো হল, এই বেলা তোর
শেষ কথা দিস বলি ৷৷

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)