মনেরে বুঝাবো কত।
যে পথে মরণ ফাঁসি
সেই পথে মন সদায় রত ॥
যে জলে লবণ জন্মায়
সেই জলে লবণ গলে যায়
তেমনি আমার মন মনরায়
একা একা হচ্ছে হত ॥
চারের লোভে মৎস্য গিয়ে
চালির উপরে পড়ে ঝাঁপায়ে
তেমনি আমার মন ভেয়ে
মরণ ফাঁসি নিচ্ছে সেতো ॥
সিরাজ সাঁই দরবেশের বাণী
বুঝবি লালন দিনি দিনি
ভক্তিহারা ভাবুক যিনি
সে কি পাবে গুরুপদ ॥