গানগুলি মোর আহত পাথীর সম
লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম ॥
বাণ-বেঁধা মোর গানের পাখীরে
তুলে নিও প্রিয় তব বুকে ধীরে,
লভিবে মরণ চরণে তোমার
সুন্দর অনুপম ॥
তারা সুরের পাখায় উড়িতেছিল গো নভে,
তব নয়ন-শায়কে বিধিলে তাদের কবে ?
মৃত্যু-আহত কণ্ঠে তাহার
একি এ গানের জাগিল জোয়ার,
মরণ-বিষাদে অমৃতের স্বাদ
আনিলে নিষাদ মম ॥