আমি ময়নামতীর শাড়ি দেব,
চল আমার বাড়ী,
ওগো ভিন্-গেরামের নারী।
সোনার ফুলের বাজু দেব
চুড়ি বেলোয়ারী,
ওগো ভিন্-গেরামের নারী ॥

বৈঁচি ফলের পৈঁচি দেব,
কল্‌মি-লতার্ বালা,
গলায় দেব টাট্ কা-তোলা
ভ’টি -ফুলেরি মালা,
রক্ত-শালুক দিব, পায়ে
প’রবে আলতা তা’রি।
ওগো ভিন্-গেরামের নারী ॥

হলুদ-চাঁপার বরণ কন্যা!
এস আমার নায়,
সর্ষে-ফুলের সোনার রেণু
মাখাব ঐ গায়।
ঠোঁটে দিব রাঙা-পলাশ,
মহুয়া ফুলের মৌ,
বকুল-ডালে ডাক্‌বে পাখী –
“বউ গো কথা কও”।
আমি সব দিব গো যা’ পারি আর
যা’ দিতে না পারি,
ওগো ভিন্-গেরামের নারি ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)