মনেরে বুঝাতে আমার
দিন হল আখেরী।
বোঝে না মন আপন মরণ
একি অবিচারী ॥

ফাঁদ পাতিলাম শিকার বলে
সে ফাঁদ বাধিল আপন গলে
এ লজ্জা কি যাবে ধুলে
এই ভবের কাচারী ॥

পর ধরতে যাই লোভ দেখায়ে
আপনি লোভে পড়ি যেয়ে
হাতের মামলা হারাইয়ে
শেষে কেঁদে ফিরি ॥

ছায়ের জন্যে আনিলাম আধার
আধারে ছা খেল এবার
লালন বলে বুঝলাম আমার
ভগ্নদশা ভারি ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)