কবি সবার কথা কইলে এবার
নিজের কথা কহ ।
কেন নিখিল ভুবন অভিমানের
আগুন দিয়ে দহ ॥

কে তোমারে হান্‌ল হেলা কবি ?
সুরে সুরে আঁক কি গো
সেই বেদনার ছবি (হায় ) ?
কার বিরহ রক্ত ঝরায় বক্ষে অহরহ ॥

কোন্ ছন্দময়ীর ছন্দ দোলে
তোমার গানে গানে,
তোমার সুরের স্রোত বয়ে যায়
কাহার প্রেমের টানে (গো)
কাহার চরণ পানে ?

কাহার গলায় ঠাঁই পেল না ব’লে
তব কথার মালা ব্যথার মত
প্রতি হিয়ায় দোলে।
তোমার হাসিতে যে বাঁশী বাজে
সে ত তুমি নহ ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)