মদির স্বপনে মম মন-ভবনে জাগো
চঞ্চলা বাসন্তিক।
ওগো ক্ষণিকা, ওগো ক্ষণিকা ॥
মোর গগনে উল্কার প্রায়
চমকি’ ক্ষণেক চকিতে মিলায়
তোমার হাসির যু’ই কণিকা,
ওগো, ক্ষণিকা ॥
পুষ্পধনু তব মন রাঙানো
বঙ্কিম ভুরু হানো হানো।
তোমার উতল উত্তরীয়
(প্রিয়) আমার চোখে ছুইয়ে দিও।
আমি হব ওগো আমি হব
তোমার মালার মণিকা
ওগো ক্ষণিকা ॥