চলে আমার চান্দের গাড়ি
যাইবো সোনা বন্ধুর বাড়ি
বন্ধু আমার রসের হাড়ি
ভাবের তরী বন্দনা।
এমন বসন্তে বন্ধু আইলো না।

পাহাড়ী গাও বন্ধুর বাড়ি
সমতলে বসত করি
বুঝি না তার ছলচাতুরি
রকমারি বঞ্চনা।

ভবের হাটে দোকানদারি
সওদা করে মনশিকারি
বেঁচাকেনা চলছে ভারি
ভালোমন্দ বুঝি না।

Track: Chander Gari
Band: Krishnapaksha
Lyrics & Tune: Tuhin Kanti Das

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)