তিন দিনের তিন মর্ম জেনে।
রসিক সাধনে সাধে
একই দিনে ॥
অকৈতব সে ভেদের কথা
কইতে প্রাণে লাগে ব্যথা
না কইলে জীবের, নাইকো নিস্তার
বলি সেই জন্যে ॥
তিনশো ষাট রসের মাঝার
তিন রস গণ্য হয় রসিকার
সাধলে সে করণ, এড়াবে শমন
এই ভূবনে ॥
অমাবস্যায় প্রতিপদ
দ্বিতীয়ার প্রথম সেত
লালন বলে তার আগমন
সেই যোগের সনে ॥