স্বরূপ রূপে নয়ন দেরে
দেখবি সে রূপ
কেমন স্বরূপ ঝলক মারে ৷৷
স্বরূপ বিনে রূপটি দেখা
সে কেবল মিথ্যে ধোঁকা
স্বরূপের নাই লেখাজোখা
স্বরূপ শক্তি সাধন দ্বারে ৷৷
মনমোহিনীর মনোহরা রূপ
নরবপু তাহার স্বরূপ
যে জানো সে থাকরে চুপ
বলতে নাই ভেদ যারে তারে ৷৷
স্বরূপে যার আছে নয়ন
তারে কি ছুঁতে পারে শমন
বিনয় করে বলছে লালন
রূপ ভুলিলে পড়বি ফেরে ৷৷