শুদ্ধ প্রেম না দিলে ভজে কে তারে পায়।
ওসে না মানে আচার, না মানে বিচার
প্রেমরসের রসিক সে দয়াময় ॥

জানো না মন শুকনা কাষ্ঠে
কবে তার মালঞ্চ ফোটে
প্রেম নাই যার চিত্তে, তেমনি সে কাষ্ঠে
নিজ সুখের জন্য পরপুত্র বলিদান দেয় ॥

সে প্রেমের এমনি ধারা
ফণী যেমন মণিহারা
দেখলে তার মুখ, হৃদয় বাড়ে সুখ;
সেই দয়ালচাঁদ তার থাকে সদায় ॥

যোগিন্দ্ৰ মণীন্দ্ৰ আদি
যোগ সেধে না পায় নিধি
শুদ্ধ প্রেম দিয়ে এবার ভজ গোপী রে
লালন বলে সে প্রেম কি ঘটবে আমায় ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)