বিদায় কর গো উহার নামে মোর কাজ নাই।
কাল গত নিশি রাখালরাজ ছিলি কোথায় ॥
যমুনার জলে আমি চান করিতে যাব না
মাথায় আছে কালো কেশ তাও তো রাখব না।
কালো কাজল ভালো নয়, যেজনা নয়নে দেয়
কালসাপে দংশিলে বিষে অঙ্গ জ্বলে যায় ॥
কালো কোকিলের ধ্বনি না শুনিব কর্ণে
ঘ্যানোর ঘ্যানোর কথা না শুনিব শ্রবণে
যে কবে কালার কথা, তার সঙ্গে মোর নাহি কথা
যে দেবে অন্তরে ব্যথা সইবে না এ যুগের রাই ॥
কালার সাথে প্রেম করে জনম গেল কাঁদিতে
জন্মবধি অপরাধি হলাম কালীর পদেতে
দেহ করলাম সমর্পন, তবু পাইনে কালার মন
মান ভাঙ্গিতে মন ভেঙ্গে যাই, লালন ভণে তাই ॥