বিদেশিনীর সঙ্গে কেউ প্রেম কর না।
ভাব জেনে প্রেম কর
যাতে ঘুচবে মনের বেদনা ॥

দেশের দেশী যদি সে হয়
তারে মনে করলে একবার পাওয়া যায়।
বিদেশী ঐ জংলা টিয়ে
কভু তো পোষ মানে না ॥

বিদেশিনী হইলে
ভাবের ভাব কভু না মেলে
পথের মাঝে গোল বাধিলে
কারো বশে কেউ যাবে না ॥

নলিনী আর সূর্যের প্রেম যমন
জেনে শুনে কর প্রেম, রসিক সুজন
লালন বলে আগে ঠকলে
পিছে কাঁদলে সারবে না ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)