মনের মানুষ খেলছে দ্বিদলে।
যেমন সৌদামিনী মেঘের কোলে ॥

রূপ নিরূপণ হবে যখন
মনের মানুষ দেখবি তখন
জনম সফল হবে ওমন
সে রূপ দেখিলে ॥

আগে না জেনে উপাসনা
আন্দাজি কি হয় সাধনা
মিছে কেবল ঘুরে মরা
মনের গোলমালে ॥

সেই মানুষ চিনল যারা
পরম মহত্ব তারা
অধীন লালন বলে
দেখ নয়ন খুলে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)