কারণ নদীর জলে
একটা যুগল মীন খেলছে নীরে।
ঢেউয়ের উপর ফুল ফুটেছে তার উপরে
চাঁদ ঝলক মারে ॥

চাঁদ চকোর খেলে যখন
একটা যুগল মীন মিলন হয় তখন
তার উপরে সাঁইয়ের দরশন
সুধা ভাসে মৃণাল তীরে ॥

শুকনা জমিন জলে ভাসে
আজব ধন্য লীলা গঙ্গা আসে
সে নিরন্তর মীন রূপে ভাসে
কুম্ভ ভাসে তীর্থ তীরে ॥

সুধা গরল এক সহিত ঝাপা
যেমন গুড়ের সঙ্গে মিঠামাখা
আমি কি ফিকিরে করব ছাখা
লালন বলে আমার শিক্ষার তরে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)