দেখ না রে মন পূনর্জনম
কোথা হতে হয়।
মরে যদি ফিরে আসে
স্বর্গ নরক কেবা পায় ॥

পিতার বীজে পুত্রের সৃজন
তাইতে পিতার পুনর্জনম
পঞ্চভূতে দেহের গঠন
আলেক রূপে ফেলে সাঁই ॥

ঝিয়ের গর্ভে মায়ের জন্ম
এ বড় নিগূঢ় মর্ম
শোণিতে শুরু হলে গম্ভু
সব জানা যায় ॥

শোণিতে শুত্রু হলে বিচার
জানাতে পারবি কে জীব কে ঈশ্বর
সিরাজ সাঁই কয় লালন এবার
ঘুরে মলি কোলের ঘুরায় ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)