কাল কাটালি কালের বশে।
এ তো যৌবনকাল কামে চিত্তকাল
কোনকালে তোর হবে দিশে ॥

যৌবনকালের কালে রঙে দিলি মন
দিনে দিনে হারালি পিতৃধন
গেল রবির জোর, আঁখি হল ঘোর
কোনদিন ঘিরবে রে কাল শমন এসে ॥

যাদের সঙ্গে রঙে রলি চিরকাল
কালাকালে তারাই হল কাল
মন রে জান না, তাদের গুণপনা
ধনীর ধন গেল সব রিপুর বশে ॥

বাদী বেদী বিবাদী সদায়
সাধন সিদ্ধি করিতে না দেয়
লাটের গুরু হয়, লালচ মহাশয়
ডুরি দাও রে লালন লোভ লালসে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)