কি শোভা করেছে দ্বিদলময়
ওসে মনমোহিনী রূপ ঝলক দেয় ॥
কিবা রে রূপের বাখানি
লক্ষ লক্ষ চন্দ্র জিনি
ফণি মনি সৌদামিনী
সে রূপের তুলনা নয় ॥
সহজ সুরসের গোরা
রসেতে ফল আছে ঘেরা
কিরণে চমকে পারা
দিলে ব্যাপিত হয় ॥
সেরূপ জাগে যার নয়নে
কি করবে তার বেদ সাধনে
দীনের অধীন লালন ভণে
রসিক হলে জানা যায় ॥