দম থাকিতেই আদম তুমি দম ফুরাইলেই লাশ
দম ছাড়া এই পঁচা দেহের সাড়ে সর্বনাশ ।

দম থাকিতে করলা দেহের কত বাহাদুরি
দম যাইতেই ঐ সুন্দর দেহ মাটিতে রয় পড়ি
এই, ভবের ভুয়া কানাকড়ির
ছেড়ে দে তুই আশ………..

মাটির দেহ মাটি হবে নয়তো পুঁড়ে ছাই
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মূলেতে ভাই ভাই
মরলে পরে ধর্মের নয় গো
হয়, কর্মের পরিহাস……..

আসার বেলায় খালি হাতে যেমন এসেছিলে
যাইবারকালে তেমনি ঠিক খালি যাবে চলে
এই আসা যাওয়ার খেলা খেলে
সুব্রত’র দীর্ঘশ্বাস…………….

Song: Dom Thakite Adom Tumi
Singer: Sofi Mondhol & Subrata Dhar
Lyrics & Tune: Subrata Dhar

Play by YouTube

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)