তুমি আমায় বানাইলা দোষী
ওরে কালাচান
তুমি আমায় বানাইলা দোষী।
বন্ধু রে, তোমার হাতে হাত ধরি
চোখে চোখ নেহারি
অধরে অধর মিশামিশি
বুকের উপর বুক রাখিয়া
মুখের উপর মুখ তুলিয়া
কত রঙ্গে করলা হাসাহাসি।
বন্ধু রে, আমার বলতে যা আছিল
দিতে বাকি নাহি রইল
তুমি জানো কম আর বেশি
বাকি শুধু আছে প্রাণ
চাহিলে করিতাম দান
নিতে বাকি আছে মোর পরানি।
বন্ধু রে, মনে তো মানে না মানা
মিটাইলে না আর বাসনা
গলে বাঁধা আছে প্রেমফাঁসি
তোমার পিরিতের এই ফলাফল
শেষে দিও তার প্রতিফল
তোমার উকিল ডুবি কিম্বা ভাসি।