তুই যদি আমার হইতে রে
ও বন্ধু আমি হইতাম তোর
কাছেতে বসাইয়া তোরে করিতাম আদর রে।
আশার আশে জনম গেল বন্ধু তোর লাগিয়া
প্রেমাগুনে অন্তর পোড়ে বন্ধু তোর লাগিয়া রে।
নয়ন জলে বুক ভেসে যায় বন্ধু তোর লাগিয়া
প্রেমবিষে দেশ-বিদেশে ঘুরি তোর লাগিয়া রে।
বিধি যদি দিত পাখা দেখিতাম উড়িয়া
তোমার দেখা পাবো আমি কোনবা দেশে গিয়া রে।
উকিল মুনশির মনের আশা কে দিবে পুরাইয়া
তুই বিনে এই অধমেরে কে নিবে তরাইয়া রে।