যা’রে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তা’রে ?
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে ॥
আমি গান গাহি আপনার সুখে
তুমি কেন আসি’ দাঁড়াও সমুখে ।
আলেয়ার মত ডাকিও না আর
নিশীথ অন্ধকারে।
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে ॥
দয়া করো, দয়া করো,
আর আমারে লইয়া খেলোনা নিঠুর খেলা,
শত কাঁদিলেও ফিরিবে না,
সেই শুভ লগনের বেলা।
আমি ফিরি পথে তাহে কার ক্ষতি,
তব চোখে কেন সজল মিনতি,
আমি কি ভুলেও কোনদিন এসে
দাঁড়ায়েছি তব দ্বারে ?
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে ॥