আজো কাঁদে কাননে কোয়েলিয়া।
চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা—
কুহরিছে পাপিয়া ॥

প্ৰেম-কুসুম শুকাইয়া গেল হায় !
প্রাণ-প্রদীপ মোর হের গো নিভিয়া যায়,
— বিরহী এস ফিরিয়া ॥

তোমারি পথ চাহি হে প্রিয় নিশিদিন
মালার ফুল মোর ধূলায় হ’ল মলিন
——জনম গেল ঝুরিয়া ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)