রূপে মারিস না রে কামবাণ
থাকিস রে সাবধান,
হিসাব-নিকাশ পুঞ্জি-পাট্টা
ঠিক রাখিস নায়ের চালান।
রূপের ঘরে কুম্ভীর থাকে
ভক্ষণ করে যদি কুম্ভীরি দেখে রে
মারে মানুষ লাখে লাখে
না জানলে তাহার সন্ধান।
যে রূপে মোর নয়ন-তারা
করুণ রসে বহায় ধারা রে
দমের ঘরে দিয়া তালা
ইল্লাল্লাহু দম টান।
রূপের ঘরে অমূল্য ধন
পাইছে যারা হইছে সুজন রে
কাঙাল উকিল কেন হইল বামন
ধরতে চায় গগনের চান।