আসে রজনী সন্ধ্যামণির প্রদীপ জ্বলে।
ছায়া-আঁচল-ঢাকা কানন-তলে ॥

তিমির-দুকূল হলে গগনে
গোধূলি-ধূসর সাঁঝ-পবনে,
তারার মাণিক অলকে বলে ॥

পূজা আরতি ল’য়ে চাঁদের থালায়-
আসিল সে অস্ত-তোরণ নিরালায়।

ললাটের টিপ জ্বলে সন্ধ্যাতারা
গিরি-দরী-বনে ফেরে আপন হারা,
আসে ধীরে বিরহীর নয়ন জলে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)