কোকিল রে কোন দেশে উড়িয়া যাও বলো
তুমিনি বলিতে পারো আমার বন্ধু কোথায় রইল ॥

পাখা তোমার আছে বলে যথায় ইচ্ছা চলো
কেন আমায় দারুণ বিধি পাখা নাহি দিলো ॥

একাকিনী চলছো রে কোকিল সঙ্গী কোথায় রইল
তোমার দশা আমার দশা একদশা ঘটিল ॥

সকল দুঃখ উকিলের বুকে ফুটিয়া রহিল
অনুমানে বুঝলাম রে আমার মরণ সামনে আইলো ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)