শুদ্ধ প্রেম রসের রসিক মেরে সাঁই।
পড়িলে গুণিনে কি আর তারে পাই ॥

রোজা পূজা করলে সবে
আপ্ত সুখের কার্য হবে
সাঁইয়ের করণ কি সই করিবে
মনে ভাব তাই ॥

ধ্যানী জ্ঞানী মুনি জনা
প্রেমের খাতায় সই পড়ে না
প্রেম পিরিতির উপাসনা
বেদে নাই ॥

প্রেমে পাপ কি পূণ্য হয় রে
চিত্রগুপ্ত লেখতে নারে
সিরাজ সাঁই কয় লালন তোরে
তাই জানাই ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)