শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকরে আমার মন।
স্রোতে গা ঢালান দিও না
রাগে বেয়ে যাও উজান ॥

নিবারিয়ে মদন জ্বালা
ওহিমুণ্ডে কর গা খেলা
উভয় নিহার উর্ধ্ব তালা
প্রেমের এই লক্ষণ ॥

একটি সাপের দুটি ফণী
দুই মুখে কামড়ালেন তিনি
প্ৰেমৰাণে বিক্ৰমে যিনি
তার সনে দাও রণ ॥

মহারস মুদিত কমলে
প্রেমশৃঙ্গারে লও রে তুলে
আপ্ত সামাল সেই রণকালে
কয় ফকির লালন ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)