শুদ্ধ প্রেমের প্রেমিক মানুষ যেজন হয়।
মুখে কথা কোক্ বা না কোক্
নয়ন দেখলে চিনা যায় ॥

রূপে নয়ন করে খাঁটি
ভুলে যায় সে নাম মন্ত্রটি
চিত্রগুপ্ত পাপ পুণ্যটি
তার কি লিখবেন খাতায় ॥

মণিহারা ফণি যমন
প্রেম রসিকের দুটি নয়ন
কি করতে কি করে সেজন
অন্ত নাহি বোঝা যায় ॥

সিরাজ সাঁই কয় বারে বারে
শোনরে লালন বলি তোরে
মদন রসে বেড়াও ঘুরে
সে ভাব তোমার কই দাঁড়ায় ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)