সরল হয়ে করবি কবে ফকিরি।
দেখ মনরায় হেলায় হেলায়
দিন তো হল আখেরী ৷৷

ভজবিরে লা-শরিকালা
ঘুরিস কেন কালকেতলা
খাবিরে নৈবদ্য কলা
সেইটা কি আসল ফকিরি ৷৷

চাও অধীন ফকিরি নিতে
ঠিক হয়ে কই ডুবলি তাতে
কেবল দেখি দিবারাতে
পেট পূজার টোল ভারি ৷৷

গৃহে ছিলি-ছিলি ভাল
আঁচলা ঝুলায় কি লাভ হল
সিরাজ সাঁই কয় নাহি গেল
নাল পড়া লালন তোরি ৷৷

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)