ধড় নাই শুধুই মাথা।
ছেলের মা রইল কোথা ॥
ছেলের মাতাপিতা ঠিকানা নাই
নামটি তাহার দিগ্বিজয়
শুনতে পাই;
এমন ছেলে ভূমণ্ডলে
কে হয় জন্মদাতা ॥
ছেলের চক্ষু নাই, বেশ দেখতে পায়।
চরণ নাই চলে বেড়ায়
যেথা সেথায়;
হস্ত নাই বিমূর্তগুণে
আহা কিবা ক্ষমতা ॥
ছেলের রূপে ভুবন আলো
অকস্মাৎ জন্ম হলো
ছিল কোথায়;
লালন বলে সেই ছেলের গুণ
কারো কারো হৃদয় গাথা ॥