নবগৌর হেরে
আমার মন কেমন করে গো
মন চলে না গৃহে যাইতে
পারি না আর কুল রাখিতে,
গৌরার রূপে আমায় পাগল করলো গো সখি
যাবো গৌরার সঙ্গেতে।
যে অবধি গৌর হেরেছি
আপন হস্তে প্রেমফাঁসি গলায় লইয়াছি,
গৌরার প্রেমফাঁসি শক্ত ভারি গো সখি
ফাঁসি লাগল আমার গলেতে।
আমি কুল-কলঙ্কের প্রসাদ সাজাব
যে দেশে কলঙ্ক নাই সেই দেশে যাবো,
আমি কুল পুড়িয়া কয়লা করবো গো সখি
আমি উকিল ভাসাবো কুল জলেতে।