মন কান্দে রে দিল কান্দে রে
কোথায় পাব তোমারে
প্রাণধন চিকন-কালা।
আগে যদি জানতাম
পিরিতি না করিতাম
বসিয়া থাকতাম একেলা,
যেত সুখে দিন
কেউ না বাসিত ভিন
নীবন বয়সে দিলা জ্বালা।
জীবন যৌবন
দেহ প্রাণধন
সর্বস্ব তুমি কেড়ে নিলা,
আকুল চিত্ত
কাঁদি দিবারাত্র
আর কত সইব অবলা।
তোমারই লাগিয়া
আকুল হইয়া
দিবারাত্রি বাজাই বেহালা,
দাও রে দেখা
হে প্ৰাণসখা
কত কাঁদিব আর উকিল পাগলা।