নিচে পদ্ম উদয় জগৎময়
আসমানে যার চাঁদ চকোরা
কেমন করে যুগল হয় ॥

নিচের পদ্ম দিবসে মুদিত রয়
আসমানেতে চন্দ্ৰ তখন উদয়
তারা দুয়েতে একযুগল আত্মা
লক্ষ যোজন ছাড়া রয় ॥

দেখ চন্দ্র-পদ্ম কান্ত-শান্ত সে
সূর্যের সঙ্গে রসরঙ্গে যোগ করেছে
যেমন মালি সাজিয়ে ডালি
দরজা খুলে বসে রয় ॥

শুরু পদ্ম হলে শিষ্য চন্দ্ৰ হয়
শিষ্য পদ্মে গুরু আবদ্ধ রয়
ফকির লালন বলে এরূপ হলে
যুগল আত্মা জানা সহজ হয় ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)