নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি
শুধাই কার কাছে।
কোন প্রেমে আল্লানবী মিশলো
মিয়ারাজে ॥

মিয়ারাজ ভাবের ভূবন
গুপ্তব্যক্ত আলাপ হয় দুজন
কে পুরুষ আকার, কে প্রকৃতি তার
প্ৰমাণ কি লিখেছে ॥

কোন প্রেমের প্রেমিক ফাতেমা
করেন সাঁইকে পতি ভজনা
কোন প্রেমের দায়, ফাতেমাকে সাঁই
মা বোল বলেছে ॥

কোন প্রেমে গুরু ভবতরি
কোন প্রেমে শিষ্য কাণ্ডারী
না জেনে লালন, প্রেমের উদ্দীপন
পিরীত করে মিছে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)